শিক্ষা জাতির মেরুদণ্ড — এই চিরন্তন সত্যকে ধারণ করে ১৯৩০ সালে প্রতিষ্ঠিত শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় একটি আলোকিত, মানবিক ও জ্ঞাননির্ভর সমাজ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দীর্ঘ প্রায় একশত বছরের গৌরবময় যাত্রায় এই বিদ্যালয় অসংখ্য শিক্ষার্থীকে শুধু শিক্ষিত নয়, বরং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলেছে। আধুনিক শিক্ষা, নৈতিকতা এবং সহপাঠ কার্যক্রমের সমন্বয়ে আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মাঝেই সম্ভাবনার এক একটি দীপ্ত শিখা লুকিয়ে থাকে। সেই শিখাকে জ্বালিয়ে তোলাই আমাদের পবিত্র দায়িত্ব। আমাদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, সুশৃঙ্খল প্রশাসন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে আমরা একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়নে যেসব অভিভাবক, শুভানুধ্যায়ী ও স্থানীয় জনগণ সবসময় পাশে রয়েছেন— তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই মিলে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও অগ্রসর করে তুলি।
প্রধান শিক্ষক
শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
জমিদারহাট, বেগমগঞ্জ, নোয়াখালী
