উপজেলার ইতিহাস

বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। সোনাইমুড়ি বিভক্ত হওয়ার আগে এটি ছিল জনসংখ্যার দিক থেক বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা।

অবস্থান ও আয়তন

২২°৫২´ থেকে ২৩°০৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৯´ থেকে ৯১°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বেগমগঞ্জ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে সোনাইমুড়ি উপজেলা ও চাটখিল উপজেলা, দক্ষিণে নোয়াখালী সদর উপজেলাকবিরহাট উপজেলা ও সেনবাগ উপজেলা, পূর্বে সেনবাগ উপজেলা, পশ্চিমে চাটখিল উপজেলা ও লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলা

প্রশাসনিক এলাকা

বেগমগঞ্জ থানা গঠিত হয় ১৮৯২ সালে। বর্তমানে এটি উপজেলা। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বেগমগঞ্জ থানার আওতাধীন।পৌরসভা:

ইউনিয়নসমূহ:

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান

উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠাসমূহ হলো:[২]মাদ্রাসা

  • জয়নারায়ণ পুর ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
  • বসস্তবাগ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা
  • চৌমুহনী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা

মাধ্যমিক বিদ্যালয়

মেডিকেল কলেজ

ইনস্টিটিউট

কলেজ

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

অর্থনীতি

চৌমুহনী বৃহত্তর নোয়াখালীর বাণিজ্য শহর হিসেবে খ্যাত। এই অঞ্চলের অধিকাংশ বাজারের পাইকারী পণ্য চৌমুহনী থেকে নেয়া হয়। চৌমুহনীতে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বইয়ের বাজার। চৌমুহনীতে আরও রয়েছে সরিষার তেল কারখানা, মুড়ি কারখানা ও রাইস মিল। উপজেলায় আরও রয়েছে ডেল্টা জুট মিল, গ্লোব ফার্মাসিউটিকাল, গ্লোব সফট ড্রিংকস, গ্লোব এগ্রোভেট, বেগমগঞ্জ ফিড মিল, ইন্টামেক্স গার্মেন্টস, বিসিক শিল্প নগরী সহ বিভিন্ন উল্লেখযোগ্য সংখ্যক বৃহৎ ও মাঝারি শিল্প কল কারখানা। এছাড়াও, আইটি খাতেও চৌমুহনী অগ্রণী ভূমিকা পালন করছে, যেখানে গুডলাক আইটি বৃহত্তম ও অন্যতম প্রধান আইটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

জনপ্রতিনিধি

সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[৪]সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯]রাজনৈতিক দল
২৭০ নোয়াখালী-৩বেগমগঞ্জ উপজেলা
ক্রম নং.পদবীনামরাজনৈতিক দল
০১উপজেলা চেয়ারম্যান/প্রশাসকআরাফাত রহমানউপজেলা নির্বাহী কর্মকর্তা
০২
০৩

উপজেলা পরিষদের চেয়ারম্যান গণ

ক্রম নং.নামপদবীকার্যকালরাজনৈতিক দল
০১রফিক উল্যাহ্ মাস্টারচেয়ারম্যান২৫-০৫-১৯৮৫-২৪-০৫-১৯৯০বাংলাদেশ আওয়ামী লীগ
০২ফখরুল ইসলাম এম.এচেয়ারম্যান২৫-০৫-১৯৯০- ১৫-১০-১৯৯১জাতীয় সমাজতান্ত্রিক দল
০৩ভিপি মোহাম্মদ উল্যাহ্চেয়ারম্যান০২-০৪-২০০৯- ০৬-০৫-২০১৪বাংলাদেশ আওয়ামী লীগ
০৪এডভোকেট আব্দুর রহিমচেয়ারম্যান০৭-০৫-২০১৪- ০১-০৫-২০১৯বাংলাদেশ জাতীয়তাবাদী দল
০৫ওমর ফারুক বাদশাচেয়ারম্যান০২-০৫-২০১৯- ২৭-০৯-২০২০বাংলাদেশ আওয়ামী লীগ
০৬মোঃ নূর হোসেন মাসুদভারপ্রাপ্ত চেয়ারম্যান২৮-০৯-২০২০-২০-০১-২০২১বাংলাদেশ আওয়ামী লীগ
০৭শাহনাজ বেগমচেয়ারম্যান২১-০১-২০২১-২৪-০৫-২০২৩০৫-০২-২০২৪- ১৯-০৬-২০২৪বাংলাদেশ আওয়ামী লীগ
০৮মোঃ নূর হোসেন মাসুদভারপ্রাপ্ত চেয়ারম্যান২৫-০১-২০২৩-০৪-০২-২০২৪বাংলাদেশ আওয়ামী লীগ
০৯মোঃ শাহেদ শাহরিয়ারচেয়ারম্যান২০-০৬-২০২৪-চলমানবাংলাদেশ আওয়ামী লীগ